পুঁজি পাচার বন্ধে প্রয়োজন দুর্নীতি দমনে আন্তরিকতা

গত ৮ জুন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সংসদের বিরোধী দলের সদস্যদের কাছে অর্থমন্ত্রীর একটি অনুরোধ দেখতে পেলাম, ‘কারা অর্থ পাচার করে, সেই তালিকা আমার কাছে নেই। নামগুলো যদি আপনারা জানেন যে এরা অর্থ পাচার করেন, আমাদের দিন।’ ৯ জুন একটি দৈনিকের সম্পাদকীয়র জবাবে বলছে, ‘চোখ-কান বন্ধ করে কেউ যদি কিছু খুঁজতে চায়, তবে কোনো দিনই তার সন্ধান মিলবে না। …
ড. মইনুল ইসলাম

Author: admin

Leave a Reply