উপকূলে খাওয়ার পানির সংকট ও তার টেকসই সমাধান
কিছুদিন আগে খুলনার দাকোপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গিয়েছিলাম। দাকোপের সুতারখালী ইউনিয়নে গিয়ে আলাপ হয় সেখানকার অধিবাসী ২৮ বছর বয়সী আলেয়া বেগমের সঙ্গে। দীর্ঘ বেড়িবাঁধ পার হয়ে সুতারখালী ইউনিয়ন পরিষদে পৌঁছতে হয়। বেড়িবাঁধ বললে যতটা বড়সড় অবকাঠামো বোঝায়, তেমনটা অবশ্য নয়। কোথাও কোথাও ক্ষেতের আইলের…
Recent Comments