আবুল বারকাতের শোভন বাংলাদেশ

ড. আবুল বারকাত আমাদের দেশের সামনের সারির বরেণ্য অর্থনীতিবিদ। তার সাম্প্রতিক গ্রন্থ ‘বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ সকল সুধীজনকে ভাবিয়ে তোলার খোরাক দিয়েছে। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র বিষয়ে তার চিন্তা ও কথা তাকে প্রশংসনীয় মাত্রায় একজন সাহসী চিন্তাবিদের পরিচিতিতে উদ্ভাসিত করেছে।
ড. মহীউদ্দীন খান আলমগীর

Author: admin

Leave a Reply