সমাজ-অর্থনীতি-রাষ্ট্র বিনির্মাণের নতুন বুদ্ধিবিভাস

আমরা মনে করি, পুঁজিবাদ থেকে বেরিয়ে এলেই মুক্তি, কিন্তু বিকল্প নির্মাণ-বিনির্মাণের মধ্য দিয়ে এসে আমরা নিজেদের ইতিহাসের বাইরে চলে এসেছি। আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়েও আমরা কথা বলতে পারি না কেন? কথা বললেও তা জনগণের কাছে পৌঁছায় না কেন? কারণ, সমাজ-অর্থনীতি-রাষ্ট্রে ব্যবস্থা বা সিস্টেম বলে যা গ্রহণ করেছি, তা শোভন নয়।
মাজহার সরকার

Author: admin

Leave a Reply